নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভিটাবাড়ীর জমি নিয়ে এক হামলা সংঘর্ষে ৬জন আহত হয়েছে। আহতদের কলারোয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে-শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামে।
আহতরা হলেন-সিংগা গ্রামের শুকুর আলীর ছেলে খানজাহান আলী (৩৩), মিলন হোসেনের স্ত্রী মিনা খাতুন(৩৫), আবদার আলীর স্ত্রী রিনা খাতুন (৪৪), রবিউল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন (৫৫), শাহাজাদার স্ত্রী ইভা (২৫) ও মৃত রুহুল কুদ্দুস এর ছেলে ফজলুল করিম(৬৫)। আহতদের ভিটা বাড়ীর জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো।
গত ২/৩দিন ধরে এনিয়ে প্রতিপক্ষদের সাথে থেমে থেমে ঝগড়া চলে আসছে। শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে। তাদের এলোপাতাড়ী হামলায় ৬জন মারাক্তক জখম প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসরা উন্নত চিকিৎসার জন্য আহত ৬জনকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]