কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ-২৩' উৎযাপন করা হয়েছে। 'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার(২২ মে) সকাল সাড়ে ১০ টায় ভূমিসেবা সপ্তাহ'র কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ২২ মে থেকে ২৮ মে ভূমিসেবা সপ্তাহ পালন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েমের সহকারী পরিচালক ড. লিটন কান্তি হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ মোসলেম আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিসেবা গ্রহনকারী জনগন।
অনুষ্ঠানে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ভূমি রেজিস্ট্রেশন- মিউটেশন, আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, ভূমি কর প্রদান সহ ভূমি অফিস থেকে সেবামূলক বিভিন্ন কার্যক্রম প্রোজেক্টারের মাধ্যমে তুলে ধরা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]