কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ-২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার সকালে 'ভূমিসেবা সপ্তাহ' উপলক্ষে অনলাইন কার্যক্রমের উপর নানা বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সুধিসহ সকলকে অবহিত করা হয়।
উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ২২ মে থেকে ২৮ মে ভূমিসেবা সপ্তাহ পালন কার্যক্রমের এ সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা'র বাস্তবধর্মী বক্তব্যে উপস্থিত সকলেই বিমোহিত হন। ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বিআরডিবি'র কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, ভূমি অফিসের প্রনব কুমার, সদর নায়েব বাশারাত হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক ফারুক রাজ, রাজু রায়হান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিসেবা গ্রহণকারী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জনগনকে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ভূমি রেজিস্ট্রেশন-মিউটেশন, আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, ভূমি কর প্রদানসহ ভূমি অফিস থেকে সেবামূলক বিভিন্ন কার্যক্রম প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]