দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৮ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও তথ্য প্রদান করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৯ আগষ্ট বুধবার সকাল ১০ টায় দেশব্যাপি একযোগে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সিং'র মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রেস নোটের তথ্য মতে আরো জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৭৫ জন পরিবারকে খাস ও ক্রয়কৃত জমিতে গৃহ প্রদান/ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সব শেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জসিসহ গৃহ প্রদান কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও সামজিক যোগযোগ মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]