দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় দু’টি ট্যুরস এন্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে সরকারি প্রাইমারি স্কুলের পাশে ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেসময় রোমান ট্রাভেলস নামের আরেকটি প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ও কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস নামের দু’টি প্রতিষ্ঠানে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনুমোদন না থাকার কারণে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে তাদেরকে দুই মাসের ভিতরে লাইসেন্স সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা সাইফুদ্দিন সবুজ, থানার এএসআই রওশন আরা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]