কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন ২টি ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পৌর শহরের চৌরাস্তা রোড এলাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ফলের দোকানের মালিক ওসমান গনিকে ২ হাজার টাকা ও মনসুর আলিকে ২ হাজার টাকা করে পৌরসভা আইনে পৌরসভার নির্দেশনা না মানার কারণে মোট ৪ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) জহুরুল ইসলাম বলেন, স্থানীয় পৌরসভা আইন ২০০৯ইং সালের ক এর ১০৯ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা অনুযায়ী ২টি ফলের দোকানে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মান্নান, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন ও থানা পুলিশের এক সদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]