কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় একটি ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার হুলহুলিয়া গ্রামের জনৈক আক্তার হোসেনের ঘেরে ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মেহেদী হাসান সাথী নামের এক ব্যক্তিকে ২১ দিনের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন।
বালু উত্তোলনকারী মেহেদী হাসান সাথী উপজেলার নাথপুর গ্রামের মুজিবর রহমান সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]