দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী সহ ৩ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি পৌর বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতাল রোডে মেসার্স তানভির স্টোরের স্বত্বাধিকারী নাজমা খাতুনের দোকানে দ্রব্যমূল্য তালিকা না থাকার অপরাধে ৫০০ টাকা, উপজেলা মোড়ে যশোর- সাতক্ষীরা মহাসড়কে জনগণের বিরক্তি সৃষ্টি করার অপরাধে ইজিবাইকের মালিক খালিদকে গণউপদ্রব আইনে ২০০ টাকা ও যাত্রীবাহি মহেন্দ্র গাড়ির মালিক হেদায়েতকে চলাচলের উপযুক্ত কাগজপত্র না থাকার অপরাধে ১০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন ভূমি অফিসের প্রনব কুমার।
এ সময় আদালতকে সহায়তা করেন থানা প্রশাসনের পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, উপজেলাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]