নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের চৌ-রাস্তা মোড় সংলগ্ন ২টি ফলের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল (১৮ই মার্চ)মঙ্গলবার দুপুরে পৌর শহরের চৌরাস্তা রোড এলাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ফলের দোকানের মালিক ওসমান গনিকে ২০০০ টাকা এবং মনসুর আলীকে ২০০০ টাকা করে স্থানীয় পৌরসভা আইনে পৌরসভার নির্দেশনা নামানোর কারণে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মান্নান, আইসিটি কর্মকর্তা মোতাহের হোসেন ও থানা পুলিশের এক ঝাঁক সদস্য প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও )জহুরুল ইসলাম বলেন, স্থানীয় পৌরসভা আইন ২০০৯ইং সালের ক এর ১০৯ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা অনুযায়ী ২টি ফলের দোকানে
এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]