কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০০ কেজি অপরিপক্ক আম সহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে পৌর সদর সহ মহা সড়কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন যশোর- সাতক্ষীরা মহা সড়ক দিয়ে একটি মিনি ট্রাকে যশোর অভিমুখে আম পরিবহনের সময় গাড়িটির গতি রোধ করে ৩০০ কেজি(১২ ক্যারেট) অপরিপক্ক( হিমসাগর ও গোপালভোগ) আম জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত আম বিনষ্ট সহ অসাধু আম ব্যবসায়ীকে অপরিপক্ক আম বাজারজাতকরণের অপরাধে আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন।
আর্থিক দন্ডপ্রাপ্ত আম ব্যবসায়ী হলেন কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের দীন মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম(৩৭)।
এ সময় আদালতকে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জিয়াউল হক জিয়া, সহকারী আইসিটি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন বেনজির রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]