কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোটেলসহ ৩ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রবিবার( ৪ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি করা ও মেয়াদ উত্তীর্ণ পানি রাখার অপরাধে উপজেলা মোড়স্থ রাজ হোটেলের স্বত্বাধিকারীকে ১০ হাজার, দুলাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯'র বিভিন্ন ধারা মতে ওই আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে বলে জানা যায়।
আদালত পরিচালনায় সহায়তা করেন থানার এসআই শফিকুল ইসলাম ও বেঞ্চ সহকারী বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, খাদ্য দ্রব্যের গুনগতমান নিশ্চিতকরণ ও বিভিন্ন অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]