কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক চাউল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে পৌর সদরের( পাল পাড়া মোড়) চাউল ব্যবসায়ী আ: আহাদের আড়তে(চাতাল) অভিযান চালিয়ে পাঠজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় সহায়তা করেন সাতক্ষীরা জেলা পাঠ উন্নয়ন সহকারী আমীর হোসেন, থানার এসআই মো: হাসান ও বেঞ্চ সহকারী বেনজির আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, সরকারি আইন লঙ্ঘন সহ অন্যান্য অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]