জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরা কলারোয়ার একটি
মাহফিল থেকে কাঠের সোফা সেট, পর্দার কাপড়, টেবিল চুরি হয়েছে। পরে ওই
জিনিষপত্র উদ্ধার যেয়ে মসজিদ কমিটির সভাপতি হামলায় শিকার হয়েছেন। ঘটনাটি
ঘটেছে-গত ৭ফেব্রুয়ারী উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি উত্তরপাড়া
মাজে মসজিদ প্রাঙ্গনে। গত ৯ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে ওই জিনিষপত্র
এরশাদ আলীর বাড়ীতে পাওয়া যায়। এসময় তার কাছে জানতে চাইলে সে বলে আব্দুস
সাত্তার ফকির তার বাড়ীতে রেখে গেছেন। পরে আব্দুস সাত্তারের কাছে জানতে
চাইলে সে ক্ষিপ্ত হয়ে মারধোর করার হুমকি দিয়ে গালিগালাজ করে। এবিষয়ে ওই
মসজিদ কমিটির সভাপতি সরদার আনছার আলী বাদী হয়ে সোমবার (১৩ফেব্রুয়ারী)
সকালে কলারোয়া থানায় আব্দুস সাত্তার ফরিক ও এরশাদ আলী কে বিবাদী করে একটি
অভিযোগ দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল