কলারোয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালনের জন্য কলারোয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সকল কর্মসূচির উল্লেখ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ ডিসেম্বর, রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর, সোমবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত। সকাল সাড়ে ৯ টায় কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। জোহরের পর বা সুবিধামত সময়ে উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নত মানের খাবার সরবরাহ করা। বিকেল ৩টায় ফুটবল ময়দানে প্রীতি ফুটবল খেলা ও স্লো বাইসাইকেল রেস। একই স্থানে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। জানা গেছে, এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে থাকছে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]