দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করে জনগণ ও যানবাহন চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরী করে মানবিকতার পরিচয় দেয়া হয়েছে।
জানা গেছে, রবিবার(৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে একটি গাছ পড়ে যায়। যশোর- সাতক্ষীরা মহা সড়কের গাছ আকষ্মিকভাবে পড়ে যাওয়ায় জনগন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিষয়টি জানতে পেরে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: ওবায়দুল্লাহ'র নেতৃত্বে ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা বড় ধরনের গাছটি অপসারণ করে চলাচলের উপযুক্ত করে তোলা হয়। কলারোয়া ফায়ার সার্ভিসের সদস্যদের এই মানবিক কাজের প্রশংসা করে পথচারী সহ ভূক্তভোগীরা সাধুবাদ জানান। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো: ওবায়দুল্লাহ জানান, সিভিল ডিফেন্সের সকল সদস্যরা সব সময় জনগণের সেবায় নিয়োজিত। তিনি আরো জানান, এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও অগ্নি নিরাপত্তা প্রদানে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করে থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]