সাতক্ষীরার কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে এক মহিলার লাঠির আঘাতে হাছেন শেখ নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া-কাশিয়াডাঙ্গা গ্রামে প্রতিবেশী ছোট ছেলে-মেয়েদের খেলাধুলাকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহিলাদের ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের মেয়ের জামাই ও নাতি ছেলে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশি ছেলে-মেয়েদের খেলাকে কেন্দ্র করে মহিলাদের কথা কাটাকাটি ও ঝগড়া হচ্ছিলো। একপর্যায়ে মহিলাদের মধ্যে হাতাহাতি শুরু হলে বৃদ্ধ হাছেন শেখ তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। সেসময় শাহাদাত হোসেনের স্ত্রী শুকতারা বেগম কাঠের তক্তা দিয়ে ওই বৃদ্ধের ঘাড়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]