প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ মো. আতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রব। মাসিক সমন্বয় সভায় উপজেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা, স্কাউট দল গঠন, ইনহাউজ ট্রেনিং, অফিস সহকারীদের ২দিনের প্রশিক্ষণ, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় উপজেলার বিবিআরএনএস হাইস্কুল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল