প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়ার বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালি, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর (বিবিআরএনএস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আহসান কবীর টুটুল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দীক বাবর। মাসিক সমন্বয় সভায় নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইন-হাউস ট্রেনিং, ই-মেইল ব্যবহার, অনলাইন ট্রেনিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানগণ। সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.