কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী ও স্থানীয় যুব সমাজের আয়োজনে ৪ এম বি এস ডাক্তারের চিকিৎসা সেবা নিয়েছে প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষ। পাশাপাশি তাদের কে ফ্রি তে বিভিন্ন রোগের টেস্ট ও ঔষধ বিতরণ করেন।
সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন আস্থা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এসময় উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের অথ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, কালাম,জনি, আরাফাত,গালিব,আসাদ সহ আরো অনেকেই।
এসময় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বলেন আমরা সেবা নিয়ে অনেক খুশি। এমন আয়োজন বার বার করলে আমরা মতো গরীব মানুষের জন্য খুব ভালো হয়।
মেডিকেল ক্যাম্পের আয়োজক মনিরুল ইসলাম মনির বলেন আমাদের এলাকার কিছু যুবকদের ও প্রবাসী মফিজুল ইসলাম মফি, শাহাদাত হোসেন, রনি, হাফিজুল ইসলাম সহ অনেক অর্থে ও সহযোগিতায় এই আয়োজন করতে পারে নিজেদের কাছে খুব ভালো লাগছে। আমাদের এলাকার কিছু মানুষ যারা গাড়ি ভাড়া করে কলারোয়া ও সাতক্ষীরায় ডাক্তার দেখাতে যান অনেক সময় তাঁদের কাছে গাড়ি ভাড়া ডাক্তারের ফি ও ঔষধ কেনার টাকা থাকেনা। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামীতে এই ধরনের অনুষ্ঠান প্রতি মাসে করার চেষ্টা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]