কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল চত্বরের ব্যাডমিন্টন কোর্টে টুর্ণামেন্টের সেমি ফাইনালের দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
১ম সেমিতে বিপ্লব ও ইব্রাহিম জুটি ২-০ সেটে মহিদ ও লাল্টু জুটিকে এবং ২য় সেমি ফাইনালে আমানউল্লাহ আমান ও এসআই রইচউদ্দীন জুটি ২-০ সেটে এএসআই মফিজুর ও সাইফুল জুটিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
ম্যাচগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও শেখ শাহাজাহান আলী শাহিন।
খেলা উপভোগ করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, রুহুল আমিনসহ অসংখ্য দর্শক।
টুর্নামেন্টের কমিটির আহবায়ক ও সদস্য সচিবের দায়িত্বে আছেন যথাক্রমে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব।
বুধবার একই সময়ে একই ভেন্যূতে ফাইনালে মুখোমুখি হবে আমানউল্লাহ আমান ও এসআই রইচউদ্দীন জুটি বনাম বদরুজ্জামান বিপ্লব ও ইব্রাহিম জুটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]