শেখ শাহাজাহান আলী শাহীন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
এসময় অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, মো. মহিবুল্ল্যাহ মোড়ল, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষক মন্ডলীসহ জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্টে নির্বাচিত শিক্ষার্থী ও নির্বাচিত শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বির্তক প্রতিযোগীতায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আনিকা তাহসিন ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের জারিফা বিনতে তোফায়েলকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং কলারোয়াকে জাতীয় পর্যায়ে সুনাম বৃদ্ধি করার জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।
উপজেলার শ্রেষ্ঠ স্কাউটার কলারোয়া গার্সল পাইলট হাইস্কুলের নোশাইবা শারনিলি, উপজেলার শ্রেষ্ঠ রোভার কলারোয়া সরকারি কলেজের উৎস কুমার দাস, উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের মো. মনিরুজ্জামান, শ্রেষ্ঠ শিক্ষার্থী কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নাফিসা তাবাসসুম, কলারোয়া সরকারি কলেজের রোকাইয়া কুলসুম পাহাড়ি, শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক কুশোডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের সমীর কুমার চক্রবর্তী, কলেজে পর্যায়ের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যাক্ষ এসএম শহিদুল আলম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাইস্কুল- কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলে ও শ্রেষ্ঠ কলেজ বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়কে পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ. হারুন অর রশিদ মোল্ল্যা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]