অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
সোমবার (১৮ আগষ্ট) সকালে র্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান ( রেজা)।
এ সময় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বি,এন,পি মুখপাত্র মোঃ রইচ উদ্দীন, কলারোয়া আলিয়া ( কামিল ) মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলি , উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, কলারোয় থানার সেকেন্ড অফিসার এস আই সজীব বালা।জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে চার জন কে সম্মানণাস্বরুপ ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইয়েদ মোঃ ফারাহ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]