কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ তার পদ থেকে পদত্যাগ করেছেন।
বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার অভিপ্রায়ে তিনি যুবদল থেকে পদত্যাগ করেছেন বলে জানান। শুক্রবার দুপুরে সাবেক এমপি হাবিবের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয়, সাতক্ষীরা জেলা ও কলারোয়ার সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত পদপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন- আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইচ্ছুক। তাই আমি কলারোয়া উপজেলা যুবদলের থেকে পদত্যাদ করার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, শুক্রবার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু দলীয় সিদ্ধান্ত কথা জানিয়ে বলেন, 'যারা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমানে কোন দায়িত্বশীল পদে আছেন তারা বিএনপির সদস্য নবায়ন ফরম পূরণ করতে পারবেন না। ওই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিমের প্রধান আবুল হাসান হাদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]