নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ২০২৫ বিকাল ৩ টার দিকে রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত কলারোয়ার হেলাতলা ইউনিয়নের পশ্চিম হেলাতলা সমিতির হলরুমে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাফরের সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-ইউপি সদস্য শারমিন আক্তার, শিক্ষক
মোঃ আবু সায়েম, ফতেমা বেগম, আশরাফ মাহমুদ ইমাম, রাইটস যশোরের প্রোগ্রাম সমন্বয়কারী দেবব্রত ঢালী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]