অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ে কার্ক ইন এ্যাক্সির অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে ও কলারোয়া মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরি সহযোগিতায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হল।
বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।
প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রসীদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে তানিম আসাদ।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন শিক্ষক শিক্ষিকা উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন।
বক্তরা বলেন, দিনে দিনে সমাজে ও প্রতিষ্ঠান কেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন বেড়েই চলেছে, যার অধিকাংশ ঘটনাগুলি এ বিষয়ক সচেতনতা না থাকার কারনে প্রকাশিত হচ্ছে না। তাই সমাজে শিশু-কিশোর বয়স থেকে ঐ বিষয়ে প্রশিক্ষনের কোন বিকল্প নাই। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপস্থিত শিক্ষকগণ সিসিডিবি'কে সমাজের উন্নতি কল্পে এ ধরনের কর্মসূচী গ্রহনের জন্য ধন্যবাদ জানায়।
প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]