কলারোয়ায় 'স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী" অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা পরিষদ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)'র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিন মন্ত্রণালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ,এইচ,এম শফিউল ইসলাম মোল্লা জামান, বিসিএসআইআর'র সিনিয়র সায়েন্টিফিক অফিসার আজিজুল হক, সহকারী পরিচালক কাজী মোঃ ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাবেক আ'লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ'লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে লাগসই প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণে বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ, সরকারী জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ও কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া স্টলে প্রযুক্তি প্রয়োগে বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]