কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রথমবারের মতো শনিবার (১৯ এপ্রিল) আয়োজন করা হচ্ছে চল্লিশোর্ধ্ব ফুটবলারদের অংশগ্রহণে জমজমাট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট। আশি ও নব্বই দশকের ডাকসাইটে ফুটবলারদের সোনালী অতীত ও ক্রীড়াশৈলী এ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করেছে কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টটি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ কর্মকর্তা ও সদস্যদের স্মরণে নিবেদন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কলারোয়া ফুটবল মাঠে চারদলীয় দিবারাত্রির এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। সকল খেলা শনিবার রাতেই সম্পন্ন করা হবে বলে জানান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু । শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হবে খুলনা ভেটেরান্স এফসি ও সাতক্ষীরা সোনালী অতীত এফসি।
পরের খেলায় মুখোমুখি হবে যশোর নব্বই এফসি ও কলারোয়া সোনালী অতীত এফসি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ (কচি)। টু্র্নামেন্ট স্পন্সর করছেন মার্কিন প্রবাসী ক্রীড়ানুরাগী মিঞা মাহবুব হোসেন বিপ্লব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]