সাতক্ষীরার কলারোয়ায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে কর্মসূচি প্রণয়নে উপস্থিত নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা প্রমুখ।
উপজেলার দপ্তরের কর্মকর্তা, সুধিজন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
সভায় উত্থাপিত কর্মসূচি সমূহ পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]