কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস-২২' উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সিনিয়র মংস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, আইসিটি'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সূধি ও সাংবাদিকবৃন্দ।
সভায়, যথাযোগ্য মর্যাদায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদদের স্মরণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]