কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২২' পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর দিবসটি পালনে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানা প্রশাসনের পক্ষে ওসি নাসির উদ্দীন মৃধা, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আঃ রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে অধ্যক্ষ মাহাবুবর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ'লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীনাদ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি 'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মমতাজ পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে হাজার মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]