প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
সনদার জিল্লুর: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ুন কবির, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাহিত্যওপ্রচার সম্পাদক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক উৎপল কুমার সাহা, ইউএনও অফিসের এম এ মান্নান, বেনজির হোসেন, সাদ্দাম হোসেনসহ নানা পেশার মানুষ।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমার্য অর্পণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.