কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। মোমবাতি প্রজ্বলনে অনুষ্ঠ্যনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রিফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, ফায়ার সার্ভিসের কমান্ডার ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা জিয়াউর উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে(১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়।
এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]