দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার শাকদাহ কেআইএমএস কলেজে নবীন বরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ খান সাব্বিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুস সালাম পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন হিসেবে অ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মাস্টার শেখ শাহাজাহান আণী শাহীন, নজরুল ইসলাম, সাবেক মেম্বার হাবিবুল্লাহ, আব্দুস সাত্তার, আনিছুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম, ইব্রাহিম হোসেন। প্রাক্তন ছাত্ররা নবীনদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজমীন তাবাসসুম, শাহরিয়া আক্তার মীম। প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম প্রতিষ্ঠাকালীন সকল প্রভাষক ও স্টাফদের সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানান ও কলেজ উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]