দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক এক সভা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আয়োজনে সম্প্রতি স্কুলের হলরুমে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ. রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, আ. সালাম, রফিকুল ইসলাম, তহুরা পারভিন, সামিয়া খাতুন, বদরুজ্জামান মারুফ, মেহেদী হাসান, শুভংকর মজুমদারসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, শরণার্থী সহায়তা ও অভিবাসীদের অধিকার রক্ষায় বিভিন্ন নির্দেশনামূলক কাজে সহায়তায় শিক্ষার্থীদেরকে সচেতন করা হয়।
সব শেষে ক্যুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]