কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করণে ৫৮জন নতুন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
রোববার (২৯জানুয়ারী) সকালে উপজেলায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টপদে নব-নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানোত্তর এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তহমিনা পারভীন নিলা।
বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিকা অফিসার মাসুদুজ্জামান, হুমায়ুর কবীর, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর নুরুল ইসলাম মৃধা, প্রধান শিক্ষক মুজিবর রহমান, আরশাদ আলী, শেখ নুরুল্লাহ, সিরাজুল ইসলাম সিরাজ, আসাদুজ্জামানসহ উপজেলায় নব-নিয়োগ প্রাপ্ত ৫৮জন সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) তহমিনা পারভীন নিলা শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]