হাফিজুল ইসলাম : কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) সকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া পৌর থানা শাখার উদ্যোগে ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি মুঃ জুবায়ের হোসেন।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, জেলা শিবিরের অফিস সম্পাদক মুঃ নাহিদ হাসান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন,আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
কাজেই আমরা যদি দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে তাকাওয়ার মানদণ্ডে নিজেদের উন্নিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]