কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় দিনে এ্যাথলেটিক্স'র বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩'র দ্বিতীয় দিনের খেলায় বিভিন্ন গ্রুপের হাইজাম্প, লংজাম্প দৌড়, দড়ি খেলা, বর্ষা, চাকতি ও শর্টফুট নিক্ষেপ সহ একাধিক খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জোন ভিত্তিক প্রতিযোগীতা শেষে বুধবার(১১ জানুয়ারী) বেলা পৌনে ১২ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক আঃ রউফ,মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার স্বপন কুমার সরকার, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন সহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়প্রেমী দর্শকবৃন্দ।
খেলাগুলি পর্যায়ক্রমে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক স্বপন কুমার, মাস্টার আবুল কালাম আজাদ, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা রিনা ঘোষ, শিক্ষিকা মাহফুজা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার তজিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল গফুর, মাস্টার আমিরুল ইসলাম।
খেলার ধারাভাষ্যে ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। আগামীকাল ১১ জানুয়ারী বৃহস্পতিবার একই ভ্যেনুতে সিংগা হাইস্কুল বনাম কয়লা হাইস্কুলের মধ্যে বালক ভলিবল ফাইনাল ও সরকারি পাইলট হাইস্কুল বনাম পানিকাউরিয়া হাইস্কুলের মধ্যে ক্রিকেট ফাইনাল খেলা শেষে বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে সকল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]