কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন এর খোরদো ও দেয়াড়া গ্রামের পালপাড়ার কারিগরা ব্যস্ত সময় পার করছে মাটির তৈরি গুড়ের ভাড় নির্মাণে।
এ সময় মাটির তৈরি ভাড় ব্যবহার করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় রাখার জন্যপানি। আকারও সাইজের দিক দিয়ে নামকরণ করা হয় কলস কিংবা ভাড়। কলস ব্যবহার করা হয় পানি সংরক্ষণ করার জন্য পানি বহন করার জন্য আর ভাড়ূ ব্যবহার করা হয় খেজুরের রস গুড় ইত্যাদি সংরক্ষণ করার জন্য। যশোর সাতক্ষীরা অঞ্চলজুড়ে এই খেজুর গুড়ের বেশ সুনাম রয়েছে।
এ এছাড়া খেজুরের রস রাখার জন্য ভাড় ভালো ব্যবহার করা হয়। বিভিন্ন সাইজের ভাড় এবং বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য এবার ব্যবহার করা হয় এই ভাড়। খোরদো পাল পাড়ায় কোয়েল রঞ্জিত পাল পাড়ায় ভাড়ের পাশাপাশি আরও তৈরি হয় সরা মালশা সহ মাটির তৈরি বিভিন্ন রকমের পাতিল। যেহেতু এখন খেজুর রসের সিজন হ ওয়ায় ব্যস্ত সময় পার করছে বিভিন্ন শিল্প কাজে।লক্ষ্মী দেবীর সাথে কথা বলে জানা যায় এই সময় তাদের ভরা মৌসুম তারা বিভিন্ন সাইজের ভাড় তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছে এবং এটা বাজারে বিক্রি করে ভালো মানের মুনাফা অর্জন করছে।
উপজেলার দেয়াড়া পালপাড়ার সন্ধ্যা রানী পাল জানান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি হওয়ায় মাটির কাজ করে সংসার চালাতে হিমশিম হয়ে যাচ্ছি। যদি সরকার আমাদের এই কাজের উপর আর্থিক সহযোগিতা করে, তাহলে ভালো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]