জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও অফিসের অফিস সহায়ক আবুল হাসান।
তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাত থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহন করেছেন।
বুধবার (২৬জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয়ে ওই সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য- ২০২৩-২৪ অর্থ বছরে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিজয়ী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সহায়ক মো. আবুল হাসান ১৭-২০ গ্রেডের আওতায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মচারী হিসাবে বিবেচিত হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট হতে সম্মানা স্মারক ও সার্টিফিকেট অর্জন করেন।
আবুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল হামিদ ও মোছা. রাশিদা খাতুনের ছোট ছেলে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]