কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা ও শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অফিসে নব-কমিটির সভাপতি শেখ আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, হিতৈষী সদস্য উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন।
সভায় পূর্ববর্তী অধিবেশনের সিদ্ধান্তসমূহ পঠন ও অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- অর্থনীতি বিভাগের প্রভাষক তোফাজ্জেল হোসেনের বেতন ভাতা প্রদানের আবেদন করা, কলেজের সকল ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন, বিএমটি শাখার প্রভাষক মোবারক আলী এবং প্রভাষক শফিউর রহমানের পদোন্নতি ও উচ্চতর স্কেল প্রদান সংক্রান্ত আবেদেন করা।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ কলেজের সকল শিক্ষক কর্মচারীর সাথে মতবিনিময় করেন পরিচালনা পর্ষদ।
এর আগে কলেজের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতিসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]