এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধি: "দুনিয়ার মজদুর এক হও লড়াই করো"
স্লোগানে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে কলারোয়া উপজেলা ও পৌর শ্রমিকদলে।
এ উপলক্ষে র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইলট হাইস্কুলের পাশে রিপন সুপার মার্কেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাতেও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার তাগিদ দিয়েছেন।
কলারোয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ. সভাপতি শেখ ফারুক আহমেদ মুকুল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল আজিজ, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন বুলবুল, কলারোয়া টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিউর রহমান, আকবর আলী, বাবু, মাস্টার সালাউদ্দীন, শাহাজান, ডাবলুসহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]