কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক মহিলা নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নবিছন বিবি (৫৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে সাতক্ষীরাগামী বাস যার (নং- যশোর –জ ১১-০০৩৯) এর সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে কেরাকাতার নাকিলা গ্রামের নবিছন বিবি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নবিছোন বিবির স্বামী কেরালকাতার নাকিলা গ্রামের নিছার আলী (৬০)কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই গ্রামের আহত ভ্যানচালক ঈমান আলী (৫২) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এবিষয় কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, তিনি ছুটিতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]