সম্মিলিত সামাজিক আন্দোলন' কলারোয়া উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে পাবলিক ইনস্টিটিউট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে সংগঠনকে আরো গতিশীল করা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সামাজিক কাজকে আরো ত্বরান্বিত করতে সংগঠনের বিস্তার লাভে ঐক্যমত পোষন করা হয়। সভায় সম্মিলিত সামাজিক আন্দালন উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদ হোসেন। উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি প্রভাষক শেখ আল কামুন, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মেহিব, প্রচার সম্পাদক আরিফুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, ফারজানা আক্তার ইভা, সহযোগী সদস্য নিয়াজ আহমেদ খান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]