কলারোয়ায় সরকারিভাবে খাদ্য গোডাউনে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে ধান ও চাল সংগ্রহের অংশ হিসেবে এর উদ্বোধন করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
কলারোয়া খাদ্য বিভাগ আয়োজিত ওই অনাড়ম্বর অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘সরকারি নীতিমালার আলোকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কোন অনিয়ম সহ্য করা হবে না।’
এসময় ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) আবুল হাসান, মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিক মোল্যা, মিলার সাহিদুর রহমান, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]