নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার ব্রজবাকসা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জহুরুল ইসলাম।
সারের লাইসেন্স না থাকা সত্ত্বেও ১৩ বস্তা সরকারি সার বিক্রয় করার অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮/১, ৮/২ ধারা মোতাবেক ব্রজবাকসা বাজারের মেসার্স সর্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরদারের পুত্র আবু সাঈদ (৪৮) কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]