কলারোয়া পৌর সভার প্রথম প্রশাসক বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী আজিজুল হক চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর-২২' রবিবার।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ৮ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে পারিবারিকভাবে জানা যায়।
মরহুমের পুত্র অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক নতুন সূর্য'র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, তার পিতা প্রয়াত আজিজুল হক চৌধুরী জীবদ্দশায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে মানুষের সেবায় অবদান রেখে রাজনৈতিক ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি কলারোয়া পৌর সভার প্রথম প্রশাসক হিসাবে দায়িত্ব পালন ও উপজেলায় নারী শিক্ষা সহ উচ্চ শিক্ষা লাভে সরকারি কলেজ, একাধিক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মরহুমের অবদানকে স্মরণীয় করে সমাজকে আরো আলোকিত করতে তিনি পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য: ২০১৪ সালের ২৫ শে ডিসেম্বর রাতে আজিজুল হক চৌধুরী (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন( ইন্না...রাজেউন)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]