শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান (৫৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের একটি হাড় ভেঙে গেছে।
শনিবার সকাল ১০ টার দিকে কলারোয়ার খোরদো বাজার সংলগ্ন পাকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতিসম্পন্ন মোটরসাইকেল সরাসরি সামনে থেকে আঘাত করলে তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তিনি মোটরসাইকেলযোগে দেয়াড়া অভিমুখে যাচ্ছিলেন। স্থানীয়রা উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরায় পাঠিয়ে দেন। সাতক্ষীরার ফারহানা ক্লিনিকে ডা. ফখরুল আলমের তত্ত্বাবধানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর উরুর ভেঙে যাওয়া স্থানে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কলারোয়া প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সাংবাদিক আব্দুর রহমানের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ আজাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]