কলারোয়ায় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩'র উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা(বালক) ওই ফুটবল খেলায় অংশগ্রহন করে।
বুধবার(৩১ মে) সকাল ১০ টায় সিংগা হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংগা মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, শিক্ষানুরাগী ফজলুর রহমান, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, নাকিলা প্রাথ: বিদ্যালযের প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক সেলিম হোসেন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, প্রধান শিক্ষক লিলি খাতুন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সহ অন্যান্য প্রাথ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী।
উদ্বোধনী খেলায় সিংগা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা ট্রাইবেকার এ ৪-৩ গোলে বলিয়ানপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- কেরালকাতা ইউনিয়নের ভ্যেনু স্কুল সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিয়ানপুর, দরবাসা, নাকিলা, পুটুনী, ইলিশপুর, কেরালকাতা, শহীদ স্মৃতি বলিয়ানপুর, হুলহুলিয়া, সাতপোতা ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, একই ভ্যেনুতে ১ জুন বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শেষে আগামী ৪ জুন জোন ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]