কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ পরীক্ষার্থী এসএসসি'র প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেছে।
স্কুল সূত্রে জানা যায়, "গোল্ডেন এ প্লাস" প্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আব্দুল্লাহ আল সুমন্ত। ফলাফলে ১৩০০ শত নম্বরের মধ্যে তার প্রাপ্ত ১২১৩ নম্বর। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষা লাভ করে মহাকাশচারী হতে চাই। বিজ্ঞান বিভাগের এসএম আফ্রিদিজ্জামান তন্ময় ১৩০০ শত নম্বরের মধ্যে পেয়েছে ১১৯৭ নম্বর। তন্ময় ভবিষ্যতে সফটওয়ার ইন্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। বিজ্ঞান বিভাগের সাফিন ফেরদৌস সামি'র প্রাপ্ত নম্বর ১৩০০ শত'র মধ্যে ১১৭৬ নম্বর। সে উচ্চ শিক্ষা লাভ করে ক্রিকেটার হয়ে দেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে ও বিজ্ঞান বিভাগের আফরোজা খাতুনের অর্জিত নম্বর ১৩০০ শত'র মধ্যে ১১৫০ নম্বর। আফরোজা এইচএসসি'তে আরো ভাল ফলাফল করে চিকিৎসক(ডাক্তার) হয়ে মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করে। তাদের এই সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। প্রসঙ্গত: এ বছর বি,এস,এইচ সিংগা হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের ৯ জন পরীক্ষার্থী এ প্লাস লাভ করে। এর মধ্যে ৪ জন গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]