দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবকদের মাঝে নতুন জাতীয় শিক্ষাক্রমের কার্যপর্যালোচনা ও তার আলোকে শিক্ষার্থী মূল্যায়নের গুরুত্ব আলোচনা করা হয়।
বুধবার (২৩ আগষ্ট) বেলা ১২ টার দিকে স্কুল হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আ; রউফ, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, বদরুজ্জামান বদরু, বিকাশ ঘোষ,মেহেদী হাসান সহ ছাত্র- ছাত্রী অভিভাবকবৃন্দ। পরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে বিষয় ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন পত্র তুলে দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]